কদমতলা, ২৩ ফেব্রুয়ারি : ফৌজির পোশাকে মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সাধন দেবের বাড়িতে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল সেট লুট করে নিয়ে যায় ডাকাত দল।
জানা গিয়েছে, সাধন দেব প্রতিদিনের ন্যায় শনিবার রাতে নিজ ঘরে দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টা নাগাদ ৭-৮ জনের ডাকাত দল হানা দেয় তাঁর বাড়িতে। শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে সাধন দেব ও তাঁর পুত্র সাগর দেবের মাথায় বন্দুক ঠেকিয়ে আলমিরা থেকে নগদ ৭৩ হাজার ৩০০ টাকা, স্বর্ণালঙ্কার সহ পাশের ঘরে থাকা তাঁর মেয়েকে মারধর করে দুটি মোবাইল নিয়ে চম্পট দেয় ডাকাতরা। বাড়ির মালিক সাধন দেব জানান, তাঁকে ও তাঁর সন্তানদের মারপিট করেছে ডাকাত দল।
এদিকে, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চুড়াইবাড়ি, কদমতলা ও ধর্মনগর থানার পুলিশ। পাশাপাশি রবিবার ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার অবিনাশ রাই, অতিরিক্ত পুলিশ সুপার জে ডালং, মহকুমা পুলিশ আধিকারিক বি জেরিনপুই। খোঁজ খবর নিতে যান বাগবাসা বিধানসভার বিধায়ক যাদব লাল দেবনাথ। ঘটনাস্থলে যায় পুলিশের ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিম। ডাকাতির ঘটনার চাঞ্চল্য বিরাজ করছে এলাকাজুড়ে।