আগরতলা, ২৩ ফেব্রুয়ারি : জীবনের সাধারণ বিষয়গুলি সুন্দরভাবে তুলে ধরে ‘মন কি বাত’ অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান উপলক্ষে বিজেপির বাধারঘাট মন্ডলের ৯ নম্বর বুথ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিনা রানী সরকার সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।
দিন দিন ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান। রবিবার বিজেপির বাধারঘাট মন্ডলের ৯ নম্বর বুথের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিনা রানি সরকার, বিজেপি সদর শহর জেলা সভাপতি সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের নজর আন্দাজ করে রাখা বিষয়গুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ‘মন কি বাত’ অনুষ্ঠানে তুলে ধরেন। এই কারণেই এই অনুষ্ঠানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের রাষ্ট্রনেতা মানুষের সাথে সংযোগ স্থাপনের জন্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছেন কিনা তা তিনি এখনও শোনেননি।