আগরতলা, ২২ ফেব্রুয়ারি : শনিবার আগরতলায় প্রজ্ঞা ভবনে জিএসটি জাগ্রোতা অভিযান প্রকল্পের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অর্থ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্য সচিব জে কে সিনহা, অর্থ দপ্তরের সচিবসহ অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন ২০২৪-২৫ অর্থবছর প্রায় শেষের পথে। এই অর্থবর্ষে রাজ্যের বাজেট ছিল ২৭ হাজার ৮০০ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় অর্থাৎ জনগণের কাছ থেকে কর বাবদ আয় ৩ হাজার ৭০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী আরও জানান, বাজেটের অর্থ রাশির মধ্যে ১০ হাজার কোটি টাকা ব্যয় হয় বেতন ভাতা প্রদান, পেনশন প্রদান এবং সরকারের ঋণ শোধের জন্য। রাজ্যের যে নিজস্ব আয় ৩৭০০ কোটি টাকা এর মধ্যে এডিসিকে ২৫ শতাংশ দেওয়া হয়।১০% টাকা দেওয়া হয় বিভিন্ন স্থানীয় সংস্থাকে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের নিজস্ব আয়ের উপরেই কিন্তু নির্ভর করে রাজ্যের উন্নয়নের গতিপ্রকৃতি ।তাই রাজ্যের নিজস্ব আয় বৃদ্ধির উপর আরো বেশি করে গুরুত্ব দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার দক্ষ পরিচালনায় রাজ্যে প্রতিবছর কর সংগ্রহ বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জিএসটি প্রথা চালু করায় এই ক্ষেত্রে স্বচ্ছতা ও কর সংগ্রহ বৃদ্ধির প্রতিফলন ঘটেছে।অর্থমন্ত্রী জানান, ২০২৩-২৪ সালে রাজ্যে কর বাবদ আয় হয় ৩ হাজার ৭ কোটি টাকা। ২০১৮ সালের আগে রাজ্যের নিজস্ব কর আয়ের পরিমাণ ছিল ১৩২৩ কোটি টাকা মাত্র। তিনি জানান, সরকারের সাথে ব্যবসায়ীদের সম্পর্ক সুদৃঢ় না হলে পরে কর সংগ্রহের পরিমাণ এই জায়গায় পৌঁছাতো না।
তিনি আরো জানান, জিএসটি চালু করায় কর ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকারের স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে রাজ্যের করদাতার সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। পরিসংখ্যান দিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০১৭ সালে রাজ্যে করদাতার সংখ্যা ছিল ১৭ হাজার। বর্তমানে রাজ্যে কর দাতার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৫ হাজারে। অর্থমন্ত্রী আরো জানান, এই বৃদ্ধি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি এবং গোটা দেশের মধ্যে দ্বিতীয় সর্বাধিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা। তিনি রাজ্যের কর দাতাদের অভিনন্দন জানান। যথাযথ সময়ে কর প্রদানে সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্য সচিব।