আগরতলা, ২২ ফেব্রুয়ারি : ২০১৮ সালের জুন মাসের ৫ তারিখ আগরতলা শহরের ভোলানন্দ পল্লী এলাকায় রেজাউল হোসেন লস্কর খুনের ৭ বছর পর আসামি হোসেন আহমেদকে জয়নগর এলাকা থেকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। শনিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান এনসিসি থানার ওসি প্রাণজিত মালাকার।
ওসি জানিয়েছেন, রেজাউল হোসেন লস্কর ও হোসেন আহমেদ দুজনে রাজমিস্ত্রীর কাজ করত। ২০১৮ সালে ভোলানন্দ পল্লী এলাকার সুমন পোদ্দারে বাড়িতে ভাড়া থেকে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রীর কাজ চালিয়ে যাচ্ছিল তারা। ২০১৮ সালের জুন মাসের ৫ তারিখ সকালবেলা কেউ ঘুম থেকে উঠছে না দেখে বাড়ির মালিক ডাকতে গিয়ে দরজা খুলে দেখেন রেজাউল হোসেন লস্কর গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তার সাথে থাকা হেসেন আহমেদ পলাতক।
এনসিসি থানার পুলিশ খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করে। কিন্তু পুলিশ বহু জায়গায় খোঁজাখুঁজির পরও হোসেন আহমেদকে গ্রেফতার করতে পারেনি। বিভিন্ন থানাতে তার বিরুদ্ধে আইনি নোটিশও পাঠানো হয়। শুক্রবার এনসিসি থানার পুলিশের কাছে খবর আসে হোসেন আহমেদ কাজের সন্ধানে জয়নগর এলাকায় আসে। পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে তোলা হয় বলে জানান ওসি।