উদয়পুর, ২২ ফেব্রুয়ারি : রক্ত দানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এটিজেডিএ- র পক্ষ থেকে। সেই মোতাবেক শনিবার গোমতী জেলার উদয়পুরে সংগঠনের তরফ থেকে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।
উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, গোমতী জেলার জিলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় সহ সংগঠনের কর্মীরা ছিলেন। ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক সহ উপস্থিত অন্যান্য অতিথিরা।
প্রত্যেক বক্তাই রক্তদানে সবাইকে এগিয়ে আসা আহ্বান জানান। রক্তের কোন বিকল্প নেই। আজও বিজ্ঞানীরা রক্তের পরিবর্তে কোন কিছু আবিষ্কার করতে পারেননি। ফলে রক্তের বিকল্প আজও পৃথিবীতে তৈরি হয়নি। বর্তমান সরকার চাইছে রক্তের অভাবে কোন রোগীর যেন মৃত্যু না হয়। তাই রক্ত দানে সবাইকে এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন উপস্থিত অতিথিরা।