ধর্মনগর, ২২ ফেব্রুয়ারি : নাগরিকের মতামত ও শ্রম দানে ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে প্রাক বর্ষায় জুরি নদীর সাফাই কর্মসূচির শুভ সূচনা হয়। উত্তর জেলার ধর্মনগরে মোটর স্ট্যান্ড সংলগ্ন জুরি ব্রীজের কাছে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সাফাই কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর পূর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন, ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী সহ ধর্মনগর পুর পরিষদের সকল কাউন্সিলর ও এলাকাবাসী। গঙ্গা মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে সাফাই কর্মসূচির সূচনা করেন উদ্বোধক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পরবর্তীতে উপস্থিত অতিথি ও পুর পরিষদের কাউন্সিলররা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সবশেষে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা জুরি নদীতে থাকা আবর্জনা সাফাইয়ের কাজ শুরু করার পর পুর পরিষদের শ্রমিকরা নদী পরিষ্কার শুরু করেন।
বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন কয়েক মাস পূর্বে রাজ্যে প্রবল বন্যার পরিপ্রেক্ষিতে বন্যা সংক্রান্ত বিষয়ে বিধানসভা চলাকালীন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানতে চেয়েছিলেন, রাজ্যে অবস্থিত ১১ টা নদীর মধ্যে একমাত্র জুরি নদী ছাড়া বাকি সব নদীতে বন্যা দেখা দিয়েছিল। কিন্তু একমাত্র জুরি নদীতে কোন বন্যা দেখা দেয়নি। সেই প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেছিলেন, বিগত বছরেও জুরি নদী এবং তার সংস্পর্শে থাকা অন্যান্য সকল ছড়াগুলি সংস্কার করার পরিপ্রেক্ষিতে সারা রাজ্যের সমস্ত নদী যখন প্লাবিত হয় তখন একমাত্র জুরি নদী প্লাবিত হয়নি। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগরবাসীর কাছে আহ্বান রাখেন জুরি নদীকে পরিষ্কার রাখার জন্য।