আগরতলা, ২১ ফেব্রুয়ারি : অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ত্রিপুরায়। প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার আগরতলা উমাকান্ত মাঠ পরিদর্শন করলেন পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন। সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে অল ইন্ডিয়া পুলিশ ফুটবল। দেশের বিভিন্ন জায়গা থেকে ৪৫টি টিম অংশগ্রহণ করবে। আগরতলা সহ আরো বেশ কয়েকটি মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। মাঠ পরিদর্শন শেষে পুলিশের মহানির্দেশক জানান, এই প্রথমবার সিনিয়র লেভেলের ফুটবল টুর্নামেন্ট রাজ্যে হতে চলেছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৪৫টি দল অংশগ্রহণ করবে। তার মধ্যে ৯টি দল মহিলা। বাকি ৩৬টি পুরুষ দল। ত্রিপুরা পুলিশের টিম ভাল ফলাফল করবে বলে আশা ব্যক্ত করেন মহানির্দেশক অমিতাভ রঞ্জন।
তিনি বলেন, আমরা আমাদের পুলিশ বাহিনীর খেলোয়াড়দের প্রস্তুতি এবং প্রশিক্ষণের জন্য যথেষ্ট মনোযোগ দিচ্ছি। প্রতিযোগিতার সব দিক নিশ্চিত করতে আমরা মাঠের অবকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য কাজ করছি। তিনি বলেন, এটি একটি গর্বের মুহূর্ত, কারণ আমরা দেশের বিভিন্ন অংশ থেকে প্রতিভাবান খেলোয়াড়দের দেখার সুযোগ পাব। যারা এই টুর্নামেন্টকে নতুন মাত্রায় নিয়ে যাবেন।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ প্রতিনিধি ও অতিথিরা উপস্থিত থাকবেন। উমাকান্ত মাঠের পাশাপাশি ত্রিপুরার অন্যান্য মাঠগুলিতেও ম্যাচ অনুষ্ঠিত হবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমও করা হবে। যা শহরের জনসাধারণের জন্য বিনোদনের সুযোগ সৃষ্টি করবে।
পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন বলেন, আমরা আশা করছি যে এই ফুটবল চ্যাম্পিয়নশিপ শুধু খেলাধুলার মাধ্যমে একটি ভাল প্রতিযোগিতা হয়ে উঠবে না, বরং এটি দেশের পুলিশ বাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সংহতির সেতুবন্ধন গড়ে তুলবে। এটি দেশের পুলিশ বাহিনীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।