আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : মঙ্গলবার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কামালঘাটস্থিত পি এম শ্রী কামালঘাট দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও ত্রিপুর স্পোর্টস স্কুল বোর্ডের যৌথ উদ্যোগে মোহনপুর পঞ্চায়েত সমিতির সহায়তায় মোহনপুর মহকুমা ভিত্তিক ক্রীড়া অন্বেষণ কর্মসূচির সূচনা হয়। বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন রতন লাল নাথ কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন আনিতা দেবনাথ, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের ইয়ুথ পোগ্রাম অফিসার সহ বিভিন্ন ব্লক থেকে আগত খেলোয়াড়রা।
মোহনপুর মহকুমার বামুটিয়া, হেজামারা, লেফুঙ্গা, মোহনপুর ব্লক ও মোহনপুর পুর পরিষদ এলাকার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। অ্যাথলেটিকস ও ফুটবল অনূর্ধ্ব ১০ বালক বালিকা, খো খো ও কাবাডি অনূর্ধ্ব ১৪ বালক বালিকা বিভাগে। এই অন্বেষণে যারা নির্বাচিত হবেন তারা পরবর্তী সময় জেলা স্তর, রাজ্য স্তর, জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরে অংশ গ্রহণ করবেন।
কর্মসূচির উদ্বোধক মন্ত্রী রতন লাল নাথ উনার বক্তব্য রাখতে গিয়ে বলেন, একজন শিশুর বিকাশে মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা, সমাজ এই তিনটি জিনিস প্রয়োজন। পাশাপাশি খেলোয়াড়দের বিভিন্ন বিষয়ে এগিয়ে যেতে উৎসাহ দেন মন্ত্রী রতন লাল নাথ।