পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ লংতরাইভ্যালীতে

আমবাসা, ১৯ ফেব্রুয়ারি : পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করলেন তিনটি গ্রামের বাসিন্দারা৷ ঘটনা লংতরাইভ্যালীর মানিকপুরে৷ সড়ক অবরোধের ফলে সেখানে প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে৷ এলাকাবাসীর দাবি অবিলম্বে পানীয় জল ও বিদ্যুতের ব্যবস্থা করতে হবে৷ না হলে আগামীদিনে তারা স্থানীয় সমস্ত সরকরি অফিসে তালা ঝুলিয়ে দেবেন৷

আন্দোলনকারীরা জানিয়েছেন, লংতরাইভ্যালীর পদ্মসিং রোয়াজা পাড়া, কুমারিয়া রোয়াজা পাড়া এবং ললিতধন পূর্ণ পাড়ায় পানীয় জলের সংকট৷ শুধু তাই নয় সাত বছর ধরে এলাকাগুলিতে বিদ্যুৎ পরিষেবা নেই৷ আগে একটা সময় বিদ্যুৎ ছিল৷ বেসরকারি সংস্থার হাতে দেওয়ার ফলে বিদ্যুৎ পরিষেবা নাকি স্তব্ধ হয়ে পড়েছে এলাকায়৷ শুধু তাই নয় চিকিৎসা পরিষেবাও ঠিকঠাক মিলছে না৷ এই সমস্ত সমস্যা থেকে মুক্তির দাবিতে অর্থাৎ পানীয় জল ও বিদ্যুতের দাবিতে এলাকার লোকজন মানিকপুর যাওয়ার রাস্তা অবরোধ করেন বুধবার৷

এদিকে, অবরোধের খবর পেয়ে সেখানে পৌঁছে পুলিশ এবং পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিকরা৷ পরে সেখানে পৌঁছে বিদ্যুৎ নিগমের আধিকারিকরা৷ সকলে মিলে আলোচনা করে আশ্বাস দেন খুব শীঘ্রই পানীয় জল ও বিদ্যুতের ব্যবস্থা করা হবে৷ আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়৷ তবে স্থানীয়রা হুশিয়ারি দিয়েছেন যদি দাবি পূরণ না হয় তাহলে আগামীদিনে স্থানীয় সকল সরকারি অফিসে তালা দিয়ে ঘেরাও আন্দোলন সংগঠিত করবেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?