আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : বিরোধী দলের প্রতিনিধিরা অন্য প্রজাতির। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দিশার বৈঠকে কার্যত বিরোধী দল সিপিআইএমের বিধায়কদের এভাবেই তীর্যক ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন আগরতলায় একটি বেসরকারি হোটেলে পশ্চিম জেলার ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন এন্ড মনিটরিং কমিটির এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমগুলির জেলাভিত্তিক পর্যালোচনার কাজ চলছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পশ্চিম ত্রিপুরা জেলার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড মনিটরিং কমিটির পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই কমিটির চেয়ারম্যান হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিনের পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন তিনি। এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার সহ পশ্চিম জেলার অধীন বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধিরা। তবে তারা সকলেই শাসক দলের। এই বৈঠক প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের প্রায় ৪৭-৪৮টি স্কিমের কাজ রাজ্যে চলছে।এই উন্নয়নমূলক কাজগুলি পর্যালোচনা করার জন্য এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট প্রকল্পগুলি বাস্তবায়নে সুবিধা এবং অসুবিধাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরো জানান, সংশ্লিষ্ট কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ সময়মত সম্পন্ন করার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
এই বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলার অধীন নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত থাকলেও তারা ছিলেন সকলেই শাসক দলের। বিরোধী দলের কোন জনপ্রতিনিধিকে এই বৈঠকে দেখা যায়নি। সংশ্লিষ্ট বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব নাম না করে মূলত সিপিআইম দলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ক্ষোভের সুরে জানান, তারা অন্য প্রজাতির। সারাদেশেই তারা বিলুপ্ত হয়ে গেছে। রাজ্যে কংগ্রেসের দৌলতে কয়েকটি আসন পেয়েছে। তিনি আরো বলেন, আগামী দিনে তাও থাকবে না। নেতাদের অসংবিধানিক ব্যবহারের জন্য এই দশা হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।