এম বি টিলা বাজারের পাকাবাড়ির নির্মাণ কাজ পরিদর্শন করলেন মেয়র

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : আগরতলা শহরের কাছে এম বি টিলা বাজারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ বূুধবার মেয়রের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নিগমের কমিশনার ডঃ শৈলেস যাদব, স্থানীয় কর্পোরেটর অলক রায়, নিগমের ইঞ্জিনীয়ার সহ অন্যান্যরা৷

পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানিয়েছে, বাজারে একটি পাকাবাড়ি নির্মাণের কাজ চলছে৷ এর জন্য ব্যয় বরাদ্দা করা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ টাকা৷ কাজের গতি সন্তোষজনক৷ যদিও এর আগে এক ঠিকাদারকে এই বাড়ি নির্মাণের বরাত দেওয়া হয়েছিল৷ কিন্তু, ওই ঠিকাদার কাজটি করতে ব্যর্থ হন৷ পরে অন্য ঠিকাদারকে বরাত দেওয়া হয়৷ এখন যে কাজ চলছে তা সন্তোষজনক৷ মেয়র আরও জানিয়েছেন, বাজারের এই পাকাবাড়ি নির্মাণ সম্পন্ন হয়ে গেলে বাজারে ক্রেতা বিক্রেতাদের সুবিধা হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?