বিলোনিয়া ১৯ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরা জেলার চোত্তাখলা প্রাথমিক হাসপাতালে উদ্ধার নির্মান শ্রমিকের মৃতদেহ। মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
জানা গিয়েছে, পি আর বাড়ি থানার অন্তর্গত চোত্তাখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টার নির্মাণ কাজ চলছে। নির্মাণ শ্রমিক হিসাবে বিলোনিয়া শহর সংলগ্ন বিবেকানন্দ কলোনি এলাকার রবি দাস (৪২) চোত্তাখলা হাসপাতালে যান বেশ কয়দিন পূর্বে। বুধবার সকালে হাসপাতালের জলাশয় থেকে উদ্ধার হয় রবি দাসের মৃতদেহ।
হাসপাতালের কতিপয় ব্যক্তি হঠাৎ দেখেন হাসপাতালের জলাশয়ে মৃতদেহ ভাসছে। খবর পেয়ে পি আর বাড়ি থানার পুলিশ, রাজনগরের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে তার পরিচয় জানতে পারে। খবর পেয়ে রবি দাসের স্ত্রী ছেলে চোত্তাখলায় গিয়ে মৃতদেহ সনাক্ত করেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিহারনগর হাসপাতালে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করে। ময়নাতদন্ত শেষে রবি দাসের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে চোত্তাখলায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।