বিশালগড়, ১৯ ফেব্রুয়ারি : বই জ্ঞানের আলোকে প্রসারিত করে। বই আমাদের সমাজ ও সভ্যতার ইতিহাসকে ধরে রাখে।বুধবার সিপাহীজলা জেলার বিশালগড় টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশালগড় বইমেলার উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
তিনি বলেন, বর্তমান সমাজে প্রত্যেকের উচিত ছেলেমেয়েদের হাতে বই তুলে দেওয়া। জ্ঞান ও বিজ্ঞানের বিকাশের কথা আমরা বই পড়েই জানতে পারি। বই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু। সভ্যতা ও বিজ্ঞান যতই বিকশিত হোক বইয়ের প্রয়োজন কখনও শেষ হবে না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অতসী দাস, বিশালগড় পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান তপন দাস, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাখের প্রমুখ।