কদমতলা, ১৮ ফেব্রুয়ারি : দিন দুপুরে ই- রিক্সা থেকে ব্যাটারি চুরি করে পালানোর সময় চালকের হাতে আটক চোর। ঘটনা মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের জেল রোডে।
ই- রিক্সার চালক টুটন সূত্রধর প্রতিদিনের মত রাস্তার পাশে ই- রিক্সাটি দাঁড় করিয়ে ঘরে যান। ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখতে পান এক যুবক ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। চালককে দেখে ব্যাটারি দুটি ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চালক তার পিছু ধাওয়া করে কিছুটা দূরে গিয়ে আটক করতে সক্ষম হয়। চোরকে আটকে রেখে ধর্মনগর থানায় খবর দিলে পুলিশএসে ওই চোরকে নিয়ে যায় ধর্মনগর থানায়।
চোরের নাম খলিল উদ্দিন। বয়স ৩৫। বাড়ি অসমের পাথারকান্দির হাতির গোল এলাকায়। ধৃত খলিল উদ্দিন জানিয়েছে, সে কোর্টে এসেছিল একটি সাক্ষীর কারণে। পেশায় গাড়ি চালায়। সে স্বীকার করেছে ই-রিক্সার ব্যাটারি চুরি করার সময় হাতেনাতে আটক করা হয় তাকে। ধর্মনগর থানার পুলিশ তার বিরুদ্ধে মামলা নিয়েছে।