সিপিআইএম-এ যোগ দিলেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত উপপ্রধান সহ ২৫ ভোটার

সোনামুড়া, ১৯ ফেব্রুয়ারি : সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার কলমক্ষেত এলাকায় দলবদল। কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে বিজেপির ভিত নড়বড়ে হয়ে পড়ল। উপপ্রধান জবা রানী মজুমদার, প্রাক্তন বুথ প্রেসিডেন্ট ও মহিলা মোর্চার নেত্রী চন্দনা দাসসহ সাতটি পরিবারের ২৫ জন ভোটার বিজেপি ছেড়ে সিপিআইএম দলে যোগ দিয়েছেন।এই ঘটনা সোনামুড়া মহকুমার কলমক্ষেত এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

দলত্যাগীদের দাবি, বিজেপিতে থেকে তারা কোন সম্মান পাননি। তাঁদের মধ্যে উপপ্রধান জবা রানী মজুমদারের স্বামী বিদুর দাস অভিযোগ করে বলেন, উনার স্ত্রী কারো পা ধরতে পারবেন না। বরঞ্চ ভোটাররাই উপপ্রধানের পা ধরে মিটিংয়ে যেতে বাধ্য করবেন। এই বক্তব্যের জেরে দলে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। মহিলা মোর্চার নেত্রী চন্দনা দাস অভিযোগ করেন, বিজেপিতে কাজ করার সুযোগ নেই, মানুষের কথা বলার অধিকার নেই, আর দলীয় নেতাদের আচরণও অপমানজনক। তাই আমরা বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগ দিলাম।

বুধবার, কলমক্ষেত গ্রামে এক আনুষ্ঠানিক সভার মধ্য দিয়ে উরমাই সিপিআইএম অঞ্চল সম্পাদক শাহ আলম মিয়া, সিপিআইএম মহকুমা কমিটির সদস্য রতন দাস এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সোনামুড়া বিভাগের সম্পাদক আনিসুর রহমান নবাগতদের হাতে সিপিআইএমের পতাকা তুলে দেন।

যোগদান অনুষ্ঠানে সিপিআইএম নেতারা বলেন, বিজেপির দুঃশাসনের কারণে মানুষ আজ দল ছাড়তে বাধ্য হচ্ছে। বিজেপির ভেতরে গণতন্ত্রের চিহ্নমাত্র নেই। তাই সাধারণ মানুষ আজ বামপন্থী রাজনীতির প্রতি আস্থা রাখছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?