আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরের আইতরমা ভবনে দুই ব্যবসায়ীর মধ্যে মারপিটের ঘটনায় হুলুস্থূল কান্ড৷ আহহ হয়েছেন একজন৷ খবর পেয়ে পুলিশ ছুটে যায়৷ বেশ কয়েকজন যুবতী ও মহিলাকে আটক করে পশ্চিম আগরতলা থানায় নিয়ে যায় পুলিশ৷
জানা গিয়েছে, সোমবার দুপুরে আগরতলার আইতরমা ভবনে প্রথম তল এবং দ্বিতীয় তলের দুই ব্যবসায়ীর মধ্যে বিবাদ হয়৷ তর্কাতর্কি থেকে হাতাহাতির রূপ নেয়৷ মারধরে বিজয় পোদ্দার নামে এক ব্যবসায়ীর নাম মুখ মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়৷ বিজয় পোদ্দারের এক নিকটাত্মীয় জানিয়েছেন, বিজয় পোদ্দার কিছুদিন আগে সেখানে একটি সেলুনের দোকান খুলেন৷ এই বিষয়টি মেনে নিতে পারছিলেন না দ্বিতীয় তলের পার্লার ব্যবসায়ী সাগর সরকার৷ এনিয়ে গত কিছুদিন ধরেই ঝামেলা হচ্ছিল৷ আজ বিষয়টি সাগর সরকারের পার্লারের কয়েকজন কর্মীর সাথে বিজয় পোদ্দারের কথা কাটাকাটি হয়৷ পরে এক সময় সাগর সরকারের কর্মচারীরা একজোট হয়ে বিজয় পোদ্দারকে মারধর করে৷
এদিকে, পশ্চিম আগরতলা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন এদিন দুপুর থানায় খবর আসে যে আইতরমা ভবনে দুই ব্যবসায়ীর মধ্যে মারপিট হচ্ছে৷ খবর পেয়ে সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যায়৷ সেখানে গিয়ে জানতে পারেন দ্বিতীয় তলের একটি বিউটি পার্লারের মালিকের জন্মদিনের অনুষ্ঠান চলছিল৷ কিছু ফুল ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছিল৷ এনিয়ে প্রথম তলের সেলুনের মালিক বিজয় পোদ্দারের সাতে কথা কাটাকাটি হয় এবং মারপিট হয়৷ পরিস্থিতি মুহুর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠে৷ ওই বিউটি পার্লারের কয়েকজন মহিলাকে থানায় নিয়ে আসা হয়েছে৷ তবে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি৷ যদি অভিযোগ দায়ের হয় তাহলে তদন্ত করে দেখা হবে৷ তবে আহত বিজয় পোদ্দারকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য৷