কৈলাসহর, ১৬ ফেব্রুয়ারি : ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে রবিবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবশর আলী, কৈলাশহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, বিশিষ্ট সমাজসেবী বিমল কর, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ-র প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস প্রমুখ। প্রদীপ প্রজ্জলন করে সম্মেলনের শুভ সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত অতিথিরা উক্ত সংগঠনের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করেন। পাশাপাশি এই সংগঠন আগামীদিনে যাতে আরো সামনের দিকে এগিয়ে যায় সেইসব বিষয় নিয়ে আলোচনা করেন।