আগরতলায় সিবিআই’র ক্যাম্প অফিস থেকে চুরি যাওয়া আরো কিছু সামগ্রী উদ্ধার

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : আগরতলা শহরের শ্যামলী বাজারস্থিত সিবিআই এর ক্যাম্প অফিস থেকে চুরি যাওয়া আরো কিছু মালপত্র উদ্ধার করতে সক্ষম হল এনসিসি থানার পুলিশ। সিবিআই ক্যাম্প অফিসের চুরি কান্ডে ধৃত ছয়জনের মধ্যে চারজনকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই সামগ্রীগুলি উদ্ধার করে। রবিবার এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন এই সংবাদ জানিয়েছেন।

রাজধানীর শ্যামলী বাজারস্থিত সিবিআই এর ক্যাম্প অফিস থেকে চুরি যাওয়া আরো কিছু সামগ্রী পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। দীর্ঘ প্রায় পাঁচ মাস বাদে সিবিআই আধিকারিকরা গত ১১ফেব্রুয়ারি শ্যামলী বাজারের ক্যাম্প অফিস পরিদর্শনে যায়। পরিদর্শনে গিয়ে দেখেন ক্যাম্প অফিসের দুটি কোয়ার্টারের প্রাচীর এবং টিনের চাল বাদে আর কিছুই অবশিষ্ট নেই। সব কিছুই চোরের দল নিয়ে গেছে। সাথে সাথেই সিবিআইয়ের আগরতলা ইউনিটের ইন্সপেক্টর অনুরাগ বিষয়টি এনসিসি থানায় জানান।

অভিযোগ পেয়েই এনসিসি থানা কর্তৃপক্ষ একটি মামলা নিয়ে সিবিআই অফিসে চুরি কান্ডের তদন্ত শুরু করে। এই তদন্তের ভার পড়ে অভয়নগর আউটপোস্টের ওসি এসআই জয়নাল হোসেনের উপর। এস আই জয়নাল হোসেন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে দুই চোরকে আটক করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়। পাশাপাশি এই চুরি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল বিপ্লব দেববর্মা, রাজু ভৌমিক, দিলীপ সরকার, বিল্টু তাঁতি এবং আরো দুজন। এদের মধ্যে বিপ্লব দেববর্মা, রাজু ভৌমিক, দিলীপ সরকার এবং বিল্টু তাঁতিকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ষোলোটি চেয়ার, পাঁচটি অফিস টেবিল, ছয়টি সিলিং ফ্যান, একটি স্ট্যান্ড ফ্যান, পাঁচটি দরজা, ছয়টি জানালা এবং একটি প্লাস্টিকের জলের ট্যাঙ্ক উদ্ধার করা হয়। রবিবার এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন জানান, সিবিআই এর ক্যাম্প অফিস থেকে যে বৈদ্যুতিন তারগুলি চুরি করা হয়েছে সেগুলি চোরের দল বিক্রি করে ফেলেছে। এই তারগুলি উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানান এসডিপিও সুব্রত বর্মন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?