আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : ফের রাজধানী আগরতলায় আইতরমা ভবনে আগুন। এবারের ঘটনা আইতরমার তৃতীয় তলের রায় এন্ড বণিক সার্ভিসেস এন্ড ট্রেডার্সের অফিস ঘরে। এই নিয়ে ঠিক ১৫ দিনের মাথায় আইতরমা ভবনে দ্বিতীয়বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘটনায় সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী মহলে তীব্র আতঙ্ক ছড়ায়।
১৫ দিনের মাথায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানীর আইতরমা ভবনে। এবার তিন তলায় অবস্থিত রায় এন্ড বণিক সার্ভিসেস এন্ড ট্রেডার্স এর অফিস ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাথে সাথে বেজে উঠে ফায়ার এলার্ম। ফায়ার এলার্ম শুনে ভবনের সিকিউরিটি কর্মীরা ঐক্যবদ্ধভাবে সংশ্লিষ্ট রুমে গিয়ে নিজেদের তৎপরতায় আগুন আয়াত্বে আনে। এরই মধ্যে খবর পেয়ে ছুটে আসে দমকলের কর্মীরা। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিন আইতরমার তিন তলার রায় এন্ড বণিক সার্ভিসেস এন্ড ট্রেডার্স এর এক কর্মকর্তা জানান, ফায়ার এলার্ম বেজে উঠতেই ভবনের সিকিউরিটি গার্ডরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরই মধ্যে ছুটে আসে দমকল কর্মীরা। তিনি জানান, এটি তাদের ডকুমেন্টের অফিস ঘর। ঘরের একটি কর্নারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাঁর অনুমান বিদ্যুতের গোলযোগ থেকেই এই অগ্নি কাণ্ডের সূত্রপাত। বেসরকারি নিরাপত্তা কর্মী এবং দমকল কর্মীরা সময় মত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।
দমকলের এক কর্মী জানান, সকাল পৌণে নয়টা নাগাদ খবর পেয়েই তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার এলার্ম বেজেছিল। স্মোক ডিটেক্টর ঠিকঠাকভাবে কাজ করেছিল। কিন্তু প্রিন্টার গুলি কাজ করেনি। কেন এগুলি কাজ করেনি তা পরবর্তী সময়ে এসে দেখা হবে। দমকল আধিকারিকের মতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি আইতরমার মেট্রো বাজারের দ্বিতল ভবনের ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।আর এই ঘটনার ঠিক ১৫ দিনের মাথায় একই কারণে এই ভবনের তিন তলার একটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শকুন্তলা রোডের ব্যবসায়ী মহলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।