আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : নেশার বিরুদ্ধে প্রতিটি ক্লাব সহ সকল অংশের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রবিবার রামঠাকুর সংঘের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে একথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়, কর্পোরেটর অঞ্জনা দাস ও অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা।
আগামী ১৯ ফেব্রুয়ারি রামঠাকুর সংঘের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রামঠাকুর সংঘ কর্তৃপক্ষ। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার রামঠাকুর সংঘ প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়, স্থানীয় কর্পোরেটর অঞ্জনা দাস, অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে রামঠাকুর সংঘের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমান সময়ে ক্লাবগুলির মধ্যে সমাজসেবামূলক কাজের প্রতিযোগিতা চলছে। কিভাবে আরো বেশি করে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো যাবে, অন্তিম ব্যক্তিদের কাছে পৌঁছানো যাবে এবং রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসা ইত্যাদি কর্মসূচির ভিত্তিতে চলছে এই প্রতিযোগিতা।
সাংসদ আরও বলেন, মুখ্যমন্ত্রীর একটাই লক্ষ্য, এই রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা। এই কাজ সরকারের একার পক্ষে সম্ভব নয় ।এই কাজে সকল ক্লাব এবং নাগরিকদের এগিয়ে আসতে হবে বলে জানান সাংসদ রাজিব ভট্টাচার্য।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, জীবনের সবচেয়ে বড় মানবিক ধর্ম পালন করা হচ্ছে রক্তদান করা। তাই রক্তদানকে মহৎ দান বলা হয়।ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রামঠাকুর সংঘের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করায় সংঘ কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায়। তিনি বলেন, নেশার বিরুদ্ধে সকলকে এগিয়ে আসা উচিত। ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সকল ক্লাব সদস্য এবং এলাকাবাসীদের অভিনন্দন জানান বিধায়ক গোপাল চন্দ্র রায়।