আগরতলা, ১৪ ফেব্রুয়ারি : অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচে চলেছে ১৬ ফেব্রুয়ারি৷ শুক্রবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী৷
প্রবীর চক্রবর্তী অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার সম্প্রতি সংসদে যে বাজেট প্রস্তাব পেশ করেছে তাতে কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের মানুষের স্বার্থ উপেক্ষিত৷ পূঁজিপতিদের স্বার্থে এই বাজেট পেশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ পাশাপাশি তাঁর দাবি, কেন্দ্রীয় নীতির ফলে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না৷ তাছাড়া কৃষি আইনকে ‘কালো আইন’ বলে আখ্যা দিয়ে কংগ্রেস মুখপাত্র আহ্বান জানিয়েছেন সকল অংশের জনগণকে এই ‘কালো আইনের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার জন্য৷ তিনি জানান, আগামী ১৬ ফেব্রুয়ারি অল ত্রিপুরার অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য সম্মেলনে এইসব বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷