কুমারঘাট, ১৪ ফেব্রুয়ারি : নাবালিকা ধর্ষণের অভিযোগে ঊনকোটি জেলার ফটিকরায় থানার পুলিশের হাতে আটক আসামের যুবক। ধৃতকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ফটিকরায় থানা এলাকায় নাবালিকা ধর্ষণ কাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত ধর্ষক। অভিযুক্ত যুবক আসামের বাজারিছড়া এলাকার বাসিন্দা ২৭ বছরের নিয়াজ উদ্দীন। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানাধীন রাধানগরে।
এবিষয়ে শুক্রবার ফটিকরায় থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, বুধবার রাতে তাদের কাছে ধর্ষিতার পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় আসামের বাসিন্দা নিয়াজ উদ্দীনের বিরুদ্ধে। লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তের খোঁজে তল্লাশিতে নামে ফটিকরায় থানার পুলিশ। তিন ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ওসি জানিয়েছেন, ধৃতের বাড়ী আসামের বাজারিছড়া এলাকায়। ধৃত নিয়াজ উদ্দীনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযোগ পত্রে উল্লেখিত যুবক এবং ধর্ষিতা উভয়েই সমধর্মী। জানা গেছে রাধানগর এলাকায় একটি মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিল অভিযুক্ত।