তেলিয়ামুড়া, ১৪ ফেব্রুয়ারি : আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই জেলাশাসক হিসেবে আমি যখন খোয়াই এবং চাম্পাহাওরে তহশিল অফিস উদ্বোধনে ছিলাম তখন কাউকে দেখতে পাইনি সাধারণ মানুষ হিসেবে। তবে তেলিয়ামুড়ার এই বিপুল উপস্থিতি প্রমাণ করছে আপনারা তহশিল অফিসের গুরুত্ব অনুধাবন করার ক্ষমতা রাখেন। এই বিষয়টা সত্যি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তেলিয়ামুড়াতে নতুন কলেবরে নির্মিত তহশিল অফিস ভবন উদ্বোধন করতে এসে কথাগুলি বলেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন।
পাশাপাশি জেলা শাসক অতি দ্রুততার সাথে সমস্ত প্রকারের বাধা-বিপত্তিকে অতিক্রম করে সুন্দর তহশিল অফিস কার্যালয়ের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ যারা যারা যুক্ত ছিলেন প্রত্যেকের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন আগামী দিনে এই এলাকার বিশেষ করে রাজস্ব সম্পর্কিত কার্যকলাপের পরিপ্রেক্ষিতে এই তহশীল অফিস কার্যকরী ভূমিকা পালন করবে।
উল্লেখ, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার তেলিয়ামুড়াতে জেলা শাসক, মহকুমা শাসক পরিমল মজুমদার, গ্রাম উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিত ভৌমিক সহ বিভিন্ন বিশিষ্টজনদের উপস্থিতিতে উদ্বোধন হয় তহশিল অফিসের নতুন ভবনের। এই তহশীল অফিসের উদ্বোধনের মধ্য দিয়ে তেলিয়ামুড়াবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ হয়েছে।