আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরে নো পার্কিং জোনে বেআইনিভাবে রাখা যানবাহনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ এবং আগরতলা পুর নিগম। অভিযানে একাধিক যানবাহন সিজ করা হয় এবং ট্রাফিক বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চালান কাটা হয় অর্থাৎ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার রাজধানী আগরতলায় নো পার্কিং জোনে বেআইনিভাবে রাখা যানবাহনগুলির বিরুদ্ধে অভিযানে নামে ট্রাফিক পুলিশ ও আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। অভিযানকালে নো পার্কিং জোনে রাখা যানবাহন সিজ করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক বিধি অমান্য করে যানবাহন চালানোর দায়ে একাধিক যান চালকের বিরুদ্ধে চালান কাটা হয়।
এই অভিযানের নেতৃত্বে ছিলেন ট্রাফিক এসপি সুদাম্বিকা আর। এদিন এই অভিযান প্রসঙ্গে তিনি জানান, মূলত নো পার্কিং জোনে যানবাহন রাখার বিরুদ্ধে অভিযান চালানো হয়। একাধিক যান উঠিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি যারা ট্রাফিক বিধি লঙ্ঘন করে যানবাহন চালাচ্ছেন এবং হেলমেট বিহীন ও মোবাইল ফোন চালিয়ে বাইক ও গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে চালান কাটা হয়।
প্রসঙ্গত রাজধানী আগরতলায় ৪৬টি পার্কিং জোন রয়েছে। এছাড়া নো পার্কিং জোন রয়েছে ২২টি। এই নো পার্কিং জোনগুলিতে আগামীদিনেও অভিযান চলবে বলে জানান ট্রাফিক এসপি সুদাম্বিকা আর।