আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : আগরতলায় শ্যামলী বাজারস্থিত সিবিআইয়ের ক্যাম্প অফিসের দরজা-জানালা এবং আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। তদন্তে নেমে অধিকাংশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই চুরির ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে।
দেশজুড়ে বেআইনি কারবারি এবং অপরাধীরা যে কেন্দ্রীয় সংস্থার ভয়ে তটস্থ, সেই সিবিআই এর ক্যাম্প অফিসের দরজা-জানালা ও আসবাবপত্র নিয়ে গেল চোরের দল। ঘটনা রাজধানী আগরতলা শহরের শ্যামলী বাজারস্থিত সিবিআই এর ক্যাম্প অফিসে। সিবিআইয়ের এই ক্যাম্প অফিসে দুই কামরার দুটি কোয়ার্টার ছিল। চোরের দল এই দুই কোয়ার্টারের জানালা দরজা ভেঙে সেগুলি নিয়ে যায়। পাশাপাশি ক্যাম্প অফিসে রাখা আটটি স্টিলের আলমারি, চারটি চেয়ার এবং ২ কোয়ার্টারের বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে যায়। ১১ ফেব্রুয়ারি সিবিআই আধিকারিকরা ক্যাম্প অফিস পরিদর্শনে গিয়ে এই চুরির ঘটনাটি টের পান। সাথে সাথে সিবিআই এর আগরতলা ইউনিট এর ইন্সপেক্টর অনুরাগ এনসিসি থানায় বিষয়টি জানান।
মামলা নিয়ে এনসিসি থানার ওসি এবং অভয়নগর পুলিশ ফাঁড়ির ওসি তদন্ত শুরু করেন। তদন্তে বিপ্লব দেববর্মা এবং রাজু ভৌমিক নামের দুই চোরকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া আটটি স্টিলের আলমারি, সাতটি দরজা, চারটি জানালা, চারটি চেয়ার এবং একটি গিজার মেশিন উদ্ধার করা হয়। এই চুরি কান্ডের সাথে জড়িত আরো চারজনকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন জানান, ধৃত অভিযুক্তদের বাড়ি রাজধানীর শ্যামলী বাজার ও খেজুর বাগান এলাকায়। এদের মধ্যে কয়েকজন ড্রাগ এডিক্টেড রয়েছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।