কদমতলা, ১৩ ফেব্রুয়ারি : দোষী মহিলার শাস্তির দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে চুড়াইবাড়ির চাঁদপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত, ১০ ফেব্রুয়ারি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নির্ধারিত সময়ের পরে প্রবেশ করতে না দেওয়াকে কেন্দ্র করে। এক ছাত্রীর মা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাসকে জুতোপেটা করেন বলে অভিযোগ। পরবর্তীতে রণক্ষেত্রের রূপ নেয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছিল বিদ্যালয়ের ছাত্ররা আক্রমণকারী মহিলাকে মারতে মারতে বিদ্যালয়ে নিয়ে আসে। খবর পেয়ে ছুটে আসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা এবং খবর দেওয়া হয় চুড়াইবাড়ি থানায়।
চুড়াইবাড়ি থানা থেকে ঐদিন মহিলাকে নিয়ে যাওয়া হয় ওর গ্ৰামে। ওই গ্রামের প্রধান জানান, ব্যাপারটি মীমাংসার জন্য ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ে এসএমসি কমিটির পক্ষ থেকে ওই মহিলাকে এনে বিষয়টি শেষ করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু সে কথা জানতে পেরে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রীরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। ছাত্র-ছাত্রীদের দাবি আক্রমণকারী সুমিতা বর্ধনকে কঠোর শাস্তি প্রদান করতে হবে। বৃহস্পতিবারও সেই খবর পেয়ে ছুটে আসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা এবং গ্রামের প্রধান। পরে আলোচনার মাধ্যমে সড়ক অবরোধ আন্দোলন প্রত্যাহার করা হয়।