বিলোনিয়া, ১৩ ফেব্রুয়ারি : পনের বছরের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে কুড়ি বছরের কারাদন্ডে সাজা ঘোষণা করল আদালত। সাজাপ্রাপ্ত আসামির নাম রাজু দাস। ১৮ জনের সাক্ষ্য বাক্য গ্ৰহণের পর দোষী সাব্যস্ত করে পক্সো আইনের ছয় ধারায় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস বৃহস্পতিবার রাজু দাসকে কুড়ি বছরের কারাদণ্ড, দশহাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডের ঘটনাটি ঘটে ২০২১ সালের ফেব্রুয়ারির ২৮ তারিখে। রাজু দাসের বাড়ি বিলোনিয়া থানাধীন ঈশ্বান চন্দ্র নগর এলকায়। ঘরে বিবাহিত স্ত্রী সহ একটি কন্যা সন্তান রয়েছে। পনের বছরের নাবালিকার সাথে পরিচয় হয় মামার বাড়িতে। পরবর্তী সময়ে নাবালিকাটি চোত্তাখোলা বাজারে উৎসবে আসার পর সবার অলক্ষ্যে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে না পেয়ে পি আর বাড়ি থানাতে মামলা দায়ের করে।
এরপর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে রাজু দাস সহ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। পুলিশ নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়ার পর রাজু দাসের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা নথিভুক্ত করে বিলোনিয়া আদলতে সোপর্দ করে। দীর্ঘ চার বছর পর নাবালিকা অপহরণ ও ধর্ষণের ঘটনার সাথে জড়িত অভিযুক্ত রাজু দাসের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিলোনিয়া আদালতের জেলা ও দায়রা বিচারক। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত।