আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : ১৪ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসব্যাপী প্রাণী পালন সচেতনতা সপ্তাহ চলছে ভারতজুড়ে। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরায়ও এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তার কুকুর থেকে শুরু করে প্রাণীদের টিকাকরণ ও প্রাণীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বিভিন্ন ধরনের প্রাণী পালনের ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করে তোলা ইত্যাদি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, পশ্চিম জেলা প্রশাসন সহ বিভিন্ন এনজিওর যৌথ উদ্যোগে রাজধানী আগরতলার অভয়নগর এলাকার প্রাণী চিকিৎসা কেন্দ্রে বৃহস্পতিবার এক সচেতনতামূলক কর্মশালা এবং টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে টিকাদানের পাশাপাশি রাস্তার কুকুর সহ বিভিন্ন ধরনের প্রাণীদের জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। মূলত সাধারণ মানুষকে প্রাণীদের বিষয়ে সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন বলে জানা গিয়েছে। এই শিবিরে প্রায় ৩০টি কুকুরের বন্ধ্যাত্বকরণ করা হয়।