গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, আমতলির বিক্রমনগরে চাঞ্চল্য

আগরতলা, ১১ ফেব্রুয়ারি : বাড়ির পাশের জঙ্গলে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরার আমতলি থানার অধীন বিক্রমনগর গ্রামের ঠাকুরপাড়ায়৷ মৃতার নাম স্বপ্ণা দাস৷ মঙ্গলবার এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ কে বা কারা খুন করেছে ওই মহিলাকে এনিয়ে এলাকায় জনমনে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে৷

জানা গিয়েছে, বিক্রমনগর গ্রামের ঠাকুরপাড়ার বাসিন্দা শ্যামল দাসের স্ত্রী স্বপ্ণা দাসের রক্তাক্ত মৃতদেহ বাড়ির পাশেই জঙ্গলে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন৷ সাথে সাথেই খবর পাঠানো হয় আমতলি থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে মৃতার স্বামী শ্যামল দাসকে৷ তার কাছ থেকেও তেমন কোন সন্দেহজনক বিষয় আবিস্কার করতে পারেনি পালিশ৷ কিভাবে কে বা কারা নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে গৃহবধূ স্বপ্ণা দাসসে এনিয়ে এলাকার জনমনে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে৷ স্বামীর দিকে অবশ্য কেউ কেউ আঙ্গুল তুলেছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?