বিলোনিয়া, ১০ ফেব্রুয়ারি : গণপিটুনিতে প্রাণ হারাল এক যুবক। যদিও ওই যুবককে চুরির দায়ে গণপিটুনি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায়। নিহত যুবকের নাম বাবুল মিয়া। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জওহর নবোদয় বিদ্যালয়ে চুরি। গণপিটুনিতে প্রাণ হারাল অভিযুক্ত চোর। নাম বাবুল মিয়া। বয়স পঁয়ত্রিশ। বাড়ি বিলোনিয়ার মুজাফর কলোনি এলাকায়। সোমবার সকাল সাতটা নাগাদ খবর পেয়ে পুলিশ ছুটে যায় বিলোনিয়া বাঁশপদুয়ায় জওহর নবোদয় বিদ্যালয়ের সামনে। সেখান থেকে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দেন।
এদিকে, খবর পেয়ে ছুটে আসে বাবুল মিয়ার পরিবারের লোকজন। কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন। গণপিটুনির ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে বাঁশপদুয়া জওহর নবোদয় বিদ্যালয় চত্বরে। জানা যায়, বাবুল মিয়া বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল টপকে ভিতরে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। এরপর গণপিটুনি দিয়ে বেঁধে রাখা হয় অভিযুক্ত বাবুল মিয়াকে। এই বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে বিলোনিয়া থানায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।