তেলিয়ামুড়ায় বাইক ও বুলেরো পিক-আপের সংঘর্ষে গুরুতর আহত তিন যুবক

তেলিয়ামুড়া, ১০ ফেব্রুয়ারি : আবারো ভয়াবহ যান দুর্ঘটনায় রক্তাক্ত আসাম-আগরতলা জাতীয় সড়ক। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায়।

সোমবার সন্ধ্যায় টিআর০৬ডি৫৮৯৫ নম্বরের একটি বাইক নিয়ে ট্রাফিক বিধি লঙ্ঘন করে আয়েশ দেববর্মা(২৪), অখিল দেববর্মা(৩১) এবং রেহান দেববর্মা(৩১) নামের তিন যুবক আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে খোয়াই-এর বাগানবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় টিআর০৪ই১৫৩০ নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ওই তিন যুবক আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন। তৎক্ষণাৎ দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে ছুটে আসে এলাকার লোকজন এবং খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালের জরুরী বিভাগে। পুলিশ দুর্ঘটনার একটি মামলা রুজু করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?