আমেরিকার মানবতাবিরোধী কার্যকলাপ, আমরা বাঙালীর বিক্ষোভ

আগরতলা, ৮ ফেব্রুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর নামে যে কাজ করেছেন তা মানবতাবিরোধী বলে অভিযোগ আমরা বাঙালী দলের। ঘটনার প্রতিবাদে আমরা বাঙালী দল আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করেছে।

শনিবার আমরা বাঙালী আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, বর্তমানে পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের লোক কেউ ব্যবসা আবার কেউ চাকরির প্রয়োজনে আসছে। অবশ্য সংশ্লিষ্ট সবাইকেই যেখানে থাকবে সেখানকার নীতি নিয়ম মেনেই চলতে হবে। এই প্রশ্নে কেউ যদি বিধি ভঙ্গ করেন তাহলে আইন অনুযায়ী শাস্তি হতেই পারে। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে খুনের আসামীর মত আচরণকে কেউ মেনে নেবে না। তাই আমেরিকার এই ঔদ্ধত্য আচরণের সমুচিত জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি।

এদিন তিনি আরো বলেন ২০ জানুয়ারী শপথ গ্রহণের মাধ্যমে দ্বিতীয়বারের মত ক্ষমতয় প্রত্যাবর্তন করেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগত বিদেশী অবৈধ অনুপ্রবেশকারীদের আমেরিকা থেকে নিজ দেশে ফেরৎ পাঠাবার কাজে হাত দিয়েছেন। ভারতবাসী মাত্রই অবগত যে, ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসা-বাঙিজ্য সহ ভাল কূটনৈতিক সম্পর্ক রয়েছে। শোনা যায় আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের প্রগাঢ় বন্ধুত্বের সম্পর্কও নাকি রয়েছে। এমতাবস্থায় অবৈধ অনুপ্রবেশকারী বিতারণের নামে ভারতীয়দের হাতকড়া ও পায়ে শেকল দিয়ে জোর করে ভারতে ফেরৎ পাঠানো হচ্ছে তা সম্পূর্ণ মানবতা বিরোধী। আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি আমেরিকার উল্লেখিত আচরনের তিব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে বলে জানিয়েছেন গৌরাঙ্গ রুদ্রপাল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?