বিলোনিয়া, ৮ ফেব্রুয়ারি : নিজের বাড়ির বসতঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বাঁশপাড়া কলোনি এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান দশ পনের দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম বিপ্লব পোদ্দার। বয়স সাতান্ন বছর। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাতান্ন বছর বয়সী বিপ্লবের।
ঘটনায় খবর পেয়ে পৌঁছে বিলোনিয়া থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বিলোনিয়া হাসপাতালে। বিপ্লব পোদ্দার একাই বাড়িতে থাকতেন। ঘরের দরজা বন্ধ। শনিবার দুপুরে দুর্গন্ধ পেয়ে এলাকার কিছু লোক বাড়িতে ঢুকে দরজার সামনে যেতেই আরো তীব্র দুগন্ধ পায়। খবর দেওয়া হয় বিপ্লবের আত্মীয় স্বজনকে। এরপর পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙতেই উদ্ধার হয় বিপ্লবের মৃতদেহ। বাড়ির কাছাকাছি তাঁর বোনের বাড়ি। বোনের কাছ থেকে জানা যায়, তিনি নাকি বাড়িতে ঠিকভাবে থাকে না। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। কিছুদিন যাবৎ খোঁজ পাওয়া যায়নি। মোবাইলে কল করলেও রিসিভ করেনি কেউ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।