কৈলাসহর, ৭ ফেব্রুয়ারি : অপহৃত কিশোরী উদ্ধার৷ সেই সাথে গ্রেফতার করা হয়েছে অপহরণকারীকেও৷ ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহরে৷ পুলিশ ধৃত যুবককে শুক্রবার আদালতে সোপর্দ করেছে৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
কৈলাসহর মহিলা থানার পুলিশ জানিয়েছে, সমরুপার এলাকার এক কিশোরী নিখোঁজ হয়েছে বলে প্রথমে মৌখিকভাবে থানায় জানানো হয়৷ পরে একটি অপহরণের অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবারের লোকজন৷ অভিযোগে উল্লেখ করা হয় কৈলাসহরের পাখিরবাঁধ এলাকার যুবক সুবেল আলি ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে তার বাড়িতে রেখেছে৷
পুলিশ অভিযোগমূলে বৃহস্পতিবারই পাখিরবাঁধ এলাকার সুবেল আলির বাড়িতে যায় এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে৷ সেই সাথে গ্রেফতার করা হয় অপহরণকারী সুবেল আলিকে৷ এই ব্যাপারে কৈলাসহর মহিলা থানায় একটি মামলা নেওয়া হয়েছে৷ মামলার নম্বর ০২/২০২৫৷ মামলা হয়েছে পক্সো আইনে এবং অপহরণ সংক্রান্ত সংশ্লিষ্ট ধারায়৷ শুক্রবার ধৃত সুবেল আলিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ৷