আগরতলা, ৭ ফেব্রুয়ারি : ২৩ দফা দাবি আদায়ে শুক্রবার রাজধানী আগরতলায় দুই ঘন্টার গণঅবস্থান পালন করল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। শহরের ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় সকাল এগারটা থেকে দুপুর একটা পর্যন্ত এই গণঅবস্থানে আগরতলার দশটি জোনাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
২৩ দফা দাবির মধ্যে অন্যতম হল, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে ২০১৬ সালের পর থেকে সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের মত সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্রাচুইটি প্রদান করতে হবে। অবিলম্বে অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে। কেন্দ্রীয় সরকারের মত ন্যূনতম পেনশন মাসিক ৯ হাজার টাকা করতে হবে। নতুন পেনশন প্রকল্পগুলি বাতিল করে ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু করা প্রভৃতি।
এদিন গণঅবস্থানস্থলে সংগঠনের সাধারণ সম্পাদক বাদল বৈদ্য জানান, এই দাবিগুলি নিয়ে ইতিপূর্বে তাঁরা মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের নিকট স্মারকলিপি প্রদান করেন। কিন্তু এর কোন সুফল তাঁরা পাননি। তাই এই দাবিগুলির ভিত্তিতে শুক্রবার ওরিয়েন্ট চৌমুহনীতে দুই ঘন্টার গণঅবস্থান পালন করেছে গভারমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন।