উদয়পুর, ৬ ফেব্রুয়ারি : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। দুর্ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুরের ক্যানেল চৌমুহনী এলাকায়। আহতরা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি মেলার মাঠে শুরু হয়েছে নোয়াতিয়া হদা ত্রিপুরা রাজ্য কমিটির লম্পরা ওয়াথপ উৎসব। এই উৎসব ও মেলা থেকে ফিরে আসার সময় টিআর ০১ এএন ০৪৩১ নম্বরের একটি মারুতি ভ্যান উদয়পুর ফুলকুমারীর ক্যানেল চৌমুহনী এলাকায় উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার লোকজন। খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। প্রথমে একটি ছোট গাড়ি ঘটনাস্থলে আসে ও পরবর্তী সময়ে আরেকটি গাড়ি এসে মারুতি ভ্যানে থাকা বাপি চন্দ্র (৪৩) ও পাতাল কুমার নোয়াতিয়া(৫০) কে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহত দুইজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে।