আগরতলায় একশ শিল্পপতিকে নিয়ে হচ্ছে দুই দিনের বিজনেস কনক্লেভ

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : ৭ ফব্রুয়ারি শুক্রবার থেকে রাজধানী আগরতলায় একটি বেসরকারি হোটেলে দুই দিনের বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হতে চলছে। দুই দিনের এই বিজনেস কনক্লেভে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় একশ জন শিল্পপতি অংশগ্রহণ করবেন। এই কনক্লেভের থিম রাখা হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরা, ল্যান্ড অব অপরচুনিটি।

দুই দিনের এই বিজনেস কনক্লেভে শিল্পপতিদের সামনে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, পর্যটন, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্ট এর বিষয়গুলি তুলে ধরা হবে। সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিভিন্ন সেশনে শিল্পপতিদের সামনে বিশদভাবে উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা।

শিল্প ও বাণিজ্যমন্ত্রী আরও জানান, কনক্লেভে শিল্পপতিদের সাথে প্রায় ৬০০ কোটি টাকার মৌ স্বাক্ষর হবে। তিনি জানান, ২০২০-২১ অর্থ বছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত মোট ১৫৪টি ইউনিটে প্রায় ১৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। শিল্পের প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

মন্ত্রী সান্তনা চাকমা আরো জানান, আগামী ৭ ফেব্রুয়ারি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা নড়সিংগড়ের টিআইটি তে রাজ্য সরকারের স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের উদ্যোগে স্কিল উদয় তংনাই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এটি একটি ব্যতিক্রমধর্মী দক্ষতা উন্নয়ন কর্মসূচি যা রাজ্যের আশি হাজার স্কুল এবং কলেজগামী ছাত্র-ছাত্রীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং উদ্যোক্তা গঠনের লক্ষ্যে চালু করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?