দক্ষিণ জেলাভিত্তিক ডঃ বি. আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান

সাব্রুম, ৬ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মনু বাজারে বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে জেলাভিত্তিক ডঃ বি. আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন প্রভাস লোধ, বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক সহ অন্যান্যরা। মনু এইচএস স্কুলের তত্ত্বাবধানে এই অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। জেলার ১২৫টি বিদ্যালয়ের ৭৪৭ জন ছাত্রছাত্রী এই পুরস্কার লাভ করেন। পুরস্কার হিসাবে উচ্চমাধ্যমিকের মেধাবী ছাত্রছাত্রীদের ১,৫০০ টাকা, মাধ্যমিকের ৭০০ টাকা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের ৪০০ টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি. আর. আম্বেদকরের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, আম্বেদকর সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও উন্নয়নে যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য। বর্তমান প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণ করে শিক্ষার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।

জেলা সভাধিপতি দীপক দত্ত ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগী করে তোলার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষাই উন্নয়নের মূল চাবিকাঠি। সরকার শিক্ষার্থীদের জন্য যে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করছে তা তাদের আগামীদিনে আরও ভালো ফল করতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য থাকে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠাম। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বহু মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল এক অনুপ্রেরণামূলক ও গৌরবময় আয়োজন। যেখানে শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আম্বেদকরের আদর্শকে স্মরণ করা হয়।

এই পুরস্কারপ্রাপ্তিতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ দেখা যায়। অনেক শিক্ষার্থী জানান, এই অর্থ সহায়তা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সহায়ক হবে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরগুলিতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং শিক্ষার প্রসার ঘটাতে আরও উদ্যোগ নেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?