বিলোনিয়া, ৬ ফেব্রুয়ারি : সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে দক্ষিণ জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতা মল এমএস এর নিকট লিখিত আকারে দাবিসনদের স্মারকলিপি তুলে দেয় সিপিআইএম দক্ষিণ জেলা কমিটি। ডেপুটেশনে ছিলেন দুই বিধায়ক সহ সিপিআইএম নেতৃত্ব।
উল্লেখিত দাবিগুলি হল বিলোনিয়া চেক পোস্ট থেকে জোলাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়কে নিম্ন মানের কাজের অভিযোগ সম্পর্কে জেলা শাসকের হস্তক্ষেপ। পঞ্চায়েত স্তরে গরীব মানুষের ঘরের জিও ট্যাগিং এর কাজে পঞ্চায়েত প্রতিনিধিদের অবাঞ্ছিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা ঘর ও অন্যান্য সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন তাদের ঘর ও সাহায্য প্রদান। গ্রামীণ রাস্তা সংস্কারে উদ্যোগ গ্রহন করা।
সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির প্রতিনিধি মূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক তাপস দত্ত, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিধায়ক দীপংকর সেন, বিধায়ক অশোক মিত্র, সিপিআইএম জেলা কমিটির সদস্য আশীষ দত্ত প্রমুখ।