চুরি যাওয়া তিনটি বাইক ও স্কুটি উদ্ধার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ, গ্রেফতার দুই

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরে বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া তিনটি বাইক এবং একটি স্কুটি উদ্ধার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে পৃথক দুটি মামলায় দুই কুখ্যাত চোরকে৷ মঙ্গলবার পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানিয়ে বলেছেন, ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে৷

ওসি পরিতোষ দাস আরও জানিয়েছেন, চলতি মাসে ১ তারিখ কান্তি দাস নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন যে তাঁর বাইকটি বটতলা এলাকা থেকে চুরি হয়েছে৷ সেই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ বটতলা ফাঁড়ির পুলিশকে নিয়ে একটি টিম গঠন করে৷ পুলিশের ওই টিম তদন্ত শুরু করে এবং কমল দে নামে এক কুখ্যাত চোরকে সনাক্ত করা হয়৷ তার হেপাজতে থাকা একটি বাইক উদ্ধার করা হয়৷ তাকে জিজ্ঞাসাাদ করে আরও দুটি বাইক এবং একটি স্কুটি উদ্ধার করা হয়৷ এই বাইক এবং স্কুটি শহরের বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে৷ ওসি পরিতোষ দাস জানিয়েছেন পৃথক একটি মামলায় আলমগীর মিয়া নামে আরও এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে৷ দু’জনকেই মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?