কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরার উল্লেখ নেই, প্রতিবাদে মিছিল সিপিআইএমের

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট দেশের গরীব ও শ্রমিক শ্রেণির মানুষের উপর বৃহৎ আঘাত আনতে চলেছে। মঙ্গলবার সিপিআইএম সদর মহকুমা কমিটির ডাকে কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে এমনটাই জানালেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী।

গত ১ ফেব্রুয়ারি দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন। বাজেটে মধ্যবিত্তদের কর কাঠামোর কিছু সরলীকরণ এবং জীবন দায়ী কিছু ঔষধের শুল্ক ছাড় বাদে দেশের বৃহত্তম জনগোষ্ঠী শ্রমিক, কৃষক, বেকারদের সমস্যার সমাধানের কোন বিষয় নেই। তাই এই বাজেটের প্রতিবাদে সিপিআইএম সদর মহকুমা কমিটির ডাকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গলবার। কর্মসূচির অঙ্গ হিসাবে রাজপথে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি সিপিআইএম সদর কমিটির কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। কেন্দ্রীয় বাজেটের বিরোধীতার স্লোগান তুলতে থাকেন সিপিআইএমের কর্মী সমর্থকরা।

এদিনের বিক্ষোভ মিছিল অংশগ্রহণকারী সিপিআইএম নেতা অমল চক্রবর্তী বলেন, দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দ্বারা প্রস্তাবিত বাজেটে ত্রিপুরার কোন নাম নেই। সুতরাং এই ত্রিপুরার উন্নয়ন নিয়ে বড় বড় বুলি উড়িয়েছেন শাসকদলের নেতাকর্মীরা। রাজ্যে আইআইটি স্থাপন থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্পের কথা বলেছেন, কিন্তু এই প্রস্তাবিত বাজেটে এই রাজ্যের কোন নামই নেই। তাছাড়া রাজ্যের বৃহৎ অংশের বেকারদের সমস্যা সমাধানের বা কর্মসংস্থানের কোন ধরনের ব্যবস্থা নেই। পাশাপাশি এই বাজেট গরিব ও শ্রমিক শ্রেণির মানুষদের উপর আঘাত আনতে চলেছে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?