আগরতলা, ৪ ফেব্রুয়ারি : প্রায় ত্রিশ লক্ষ টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করল আগরতলা জিআরপি থানার পুলিশ৷ সেইসাথে গ্রেফতার করা হয়েছে নয়জন নেশা সামগ্রী পাচারকারিকে৷ মঙ্গলবার আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানিয়ে বলেন, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে৷
ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল বহিঃরাজ্য থেকে রেলের পার্সেল ভ্যানে করে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আগরতলা রেল স্টেশনে আনা হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে জিআরপি এবং আরপিএফ যৌথভাবে রেলের পার্সেল ভ্যানে তল্লাসি চালিয়েছে মঙ্গলবার ভোরে৷ দীর্ঘ সময় তল্লাসি চালানোর পর ১৫০০ বোতল এসকফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়৷ এই নেশা সামগ্রী চোরাচালানের সাথে জড়িত নয়জনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা হল অমিত কুমার শ্রীবাস্তব (বিহার), বিট্টু যাদব (উত্তরপ্রদেশ), সুমন মিয়া (অভয়নগর), ছুটন দেব (খয়েরপুর), আখতার হুসেন (তেলিয়ামুড়া), রাজীব সূত্রধর (কৃষ্ণনগর), মাজারুল ইসলাম (বিশালগড়), চাঁন মিয়া (তেলিয়ামুড়া) এবং প্রসনজিৎ দাস (অম্পিনগর)৷ তাদের প্রত্যেককে মঙ্গলবার আগরতলা জিআরপি থানার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে৷