বক্সনগর, ৪ ফেব্রুয়ারি : ত্রিপুরার সিপাহীজলা জেলার দক্ষিণ মহেশপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দীপাংশু পালের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত আনুমানিক তিনটায় এই অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখা গোটা বাড়িকে গ্রাস করার পাশাপাশি আশেপাশের গাছ-গাছালিও ক্ষতিগ্রস্ত করেছে।
পার্শ্ববর্তী বাড়ির লোকজন তড়িঘড়ি ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং কাঁঠালিয়া ফায়ার সার্ভিস অফিস ও যাত্রাপুর থানায় খবর পাঠায়। মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই দমকল বাহিনী এবং যাত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।দমকল বাহিনীর তৎপরতায় পার্শ্ববর্তী ঘনবসতিপূর্ণ এলাকা অগ্নিকান্ড থেকে রক্ষা পায়।
স্থানীয়রা জানান, সময়মত ফায়ার সার্ভিস এবং পুলিশের কর্মীরা না এলে আগুন আশেপাশের বাড়িগুলিতেও ছড়িয়ে পড়ত। বাড়ির মালিক দীপাংশু পাল শিক্ষা দপ্তরে চাকরি করেন। পরিবারসহ অন্যত্র বসবাস করায় ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না তারা। বাড়ির দুটি ঘরে ভাড়াটিয়া দুটি পরিবার বসবাস করত। কিন্তু তারাও আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। অগ্নিকাণ্ডের কারণ এখনো অস্পষ্ট। আধাঘন্টার মধ্যে আগুন সবকিছু ধ্বংস করে দেয়। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।