উমাকান্ত স্টেডিয়ামে শুরু হচ্ছে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট

আগরতলা, ৪ ফেব্রুয়ারি : আগামীকাল বুধবার থেকে আগরতলায় উমাকান্ত ফুটবল স্টেডিয়ামে শুরু হচ্ছে ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট। ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তর এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে।

মঙ্গলবার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিক সম্মেলনে এই ফুটবল টুর্নামেন্ট আসরে বিষয়ে জানান। তিনি বলেন, জনজাতীয় গৌরববর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে আগামীকাল থেকে শুরু হবে এই ফুটবল টুর্নামেন্ট। ত্রিপুরার বিভিন্ন জনজাতি ছাত্রাবাসগুলির মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, কিংবদন্তী জনজাতি নেতা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে জনজাতীয় গৌরব বর্ষ উদযাপন করা হচ্ছে। আগামীকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা থেকে ছেলে ও মেয়েদের ১৬টি দল অংশ নেবে। জনজাতি ছাত্রাবাসগুলির মধ্যে জেলাভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী ছেলে ও মেয়েদের দলগুলি চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

জানা গিয়েছে, আগামীকাল দুপুর ২টায় উমাকান্ত ফুটবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও সচিব ব্রিজেশ পান্ডে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রতিযোগিতা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?