বিশালগড়, ৩ ফেব্রুয়ারি : সিপাহীজলা জেলার চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং পেট্রোল পাম্প সংলগ্ন বড়ঢেপা এলাকায় জাতীয় সড়কের পাশে উত্তম দাসের দোকানে হানা দেয় চোরের দল। দোকান থেকে গ্যাসের সিলিন্ডার সহ এক গাড়ি ঠান্ডা পানীয় ও ক্যাশ বাক্সের সমস্ত টাকা নিয়ে যায় চোরের দল। প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার সামগ্রী নিয়ে যায় চোরের দল রবিবার গভীর রাতে।
সোমবার সকালে দোকানে এসে মালিক দেখেন দোকানের তালা ভাঙ্গা এবং ভেতরে ঢুকে দেখেন সামগ্রী কিছুই নেই। চিৎকার শুরু করে দেন উত্তম দাস। সঙ্গে সঙ্গে ছুটে আসে গ্রামের উপপ্রধান উত্তম দেবনাথ সহ এলাকাবাসী। মাত্র অল্প কয়েকদিন হয়েছে নতুন দোকান দিয়েছেন উত্তম দাস। নতুন দোকানের যাবতীয় সামগ্রী সহ সবকিছু নিয়ে যায় চোরের দল। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একেবারে হতাশ হয়ে যান দোকান মালিক। গ্রামের উপপ্রধান সহ প্রত্যেকে চড়িলামে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানার পুলিশের টহলদারির দাবি তুলেছেন এবং চড়িলাম এলাকায় একটি পুলিশ ফাঁড়িরও দাবী তুলেছেন এলাকাবাসী।