বিশালগড়, ৩ ফেব্রুয়ারি : সিপহীজলা জেলার বিশালগড় থানার অধীন দীনদয়াল চৌমুহনী এলাকায় এক দম্পতিকে তাদের নাবালক দুই ছেলের সামনে নৃশংসভাবে কুপিয়ে খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। সোমবার এই খুনের ঘটনার মহড়া দিয়েছে ধৃত অজন্তা দাস। এলাকার একটি কুয়ো থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, বিপুল দাস এবং তার ভাগ্নে অজন্তা দাস ওরফে অচিন্ত এর মধ্যে পারিবারিক বিবাদ তীব্র আকার ধারণ করে শুক্রবার রাতে। বিবাদ একসময় হাতাহাতিতে পৌঁছে। বিপুল দাসের স্ত্রী এবং দুই ছেলে বাধা দিলে অজন্তা দাস তার বাবা-মাকে সাথে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে সংঘবদ্ধভাবে আক্রমণ করে। আক্রমণে বিপুল দাস, তাঁর স্ত্রী শিমু দাস এবং তদের দুই ছেলে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপুল দাসকে মৃত ঘোষণা করেন।
এদিকে, গুরুতর আহত অবস্থায় থাকা শিমু দাসকে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পৌঁছানোর পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। আগরতলার জিবিপি হাসপাতালে তাঁদের দুই ছেলে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
বিশালগড় থানার পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে ঘটনাস্থল থেকে প্রধান অভিযুক্ত অজন্তা দাসকে আটক করে। তার মা আল্পনা দাস ও বাবা বিষ্ণু দাস পালিয়ে যেতে সক্ষম হয়। নৃশংস এই হত্যাকান্ডের পর ক্ষুব্ধ জনগণ অভিযুক্ত ব্যক্তির বাড়ি এবং গাড়ি ভাঙচুর করেছিল।