আগরতলা, ৩ ফেব্রুয়ারি : সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন, কর্মসংস্থান এবং বেঁচে থাকার প্রশ্নে সরকারের করণীয় সম্পর্কে কোন দিশা কেন্দ্রীয় বাজেটে নেই। এমনটাই মনে করে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য শাখা। সোমবার এখানে সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য শাখার সচিব গৌরাঙ্গ রুদ্রপাল এমটাই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করল আমরা বাঙালীর ত্রিপুরা রাজ্য কমিটি। সোমবার আমরা বাঙালীর রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলের রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বাজেট গতানুগতিক। কর্মচারীদের আয়করে ছাড় এবং জীবনদায়ী কয়েকটি ওষুধের উপর শুল্কর ছাড় বাদ দিলে এই বাজেটে আর কিছুই নেই। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন, কর্মসংস্থান ও বেঁচে থাকার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের করণীয় সম্পর্কে কোন দিশা প্রস্তাবিত বাজেটে নেই।
সাংবাদিক সম্মেলনে ষোড়শ অর্থ কমিশনের প্রতি আমরা বাঙালী দলের বক্তব্য তুলে ধরেন গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বলেন, কৃষি নির্ভর রাজ্য ত্রিপুরা। কিন্তু কৃষি ক্ষেত্রই সবচেয়ে বেশি অবহেলিত। এই কারণে আমার বাঙালী দলের পক্ষ থেকে ষোড়শ অর্থ কমিশনের কাছে কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি ।কৃষিকে শিল্পের মর্যাদা দিয়ে কৃষি পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করার জন্য তিনি দাবি জানান।