গন্ডাছড়া, ২ ফেব্রুয়ারি : শনিবার রাতে গন্ডাছড়া থানার ঢিল ছুঁড়া দূরত্বে ঘটল চুরির ঘটনা। দোকানের তালা ভেঙে নগদ টাকা সহ বহু টাকার মালামাল হাতিয়ে নেয় চোরের দল।
জানা গিয়েছে, উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের ব্লক টিলার বাসিন্দা রানা চৌধুরী। বাবা দিলীপ চৌধুরী প্রয়াত হওয়ার পর একেবারেই অসহায় হয়ে পড়েন তিনি। দিশেহারা হয়ে স্কুল পড়ুয়া ছেলে রানা চৌধুরী সংসারের হাল ধরতে গন্ডাছড়া থানা চৌমুহনিতে একটি পানের টং দোকান খুলেন। কোন রকমে পরিবার প্রতিপালন করে আসছিলেন। কয়েক মাসে রানা চৌধুরীর দোকানে কয়েকবার চুরির ঘটনা ঘটে। প্রতিটি ঘটনা পুলিশকে জানানো হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
আবারও রানা চৌধুরীর দোকানে চুরির ঘটনা ঘটে শনিবার গভীর রাতে। দোকান মালিক রানা চৌধুরী জানান, শনিবার রাত সাড়ে আটটায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রবিবার সকালে দোকানে এসে তালা খুলতে গিয়েই চক্ষু চড়ক গাছ রানাবাবুর। তিনি দেখতে পান দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। ভিতরে লক্ষ করে দেখেন ক্যাশ বাক্সের তালা ভাঙা এবং টাকা উধাও। দোকানের বহু মালামাল গায়েব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। প্রাথমিক তদন্ত করে থানায় ফিরে যায় পুলিশ। এদিকে পুলিশের রাত্রিকালীন টহলদারি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ব্যবসায়ীরা।