নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিলেন বিধায়ক মনোজ কান্তি দেব

কমলপুর, ৩১ জানুয়ারি : শুক্রবার ধলাই জেলার কমলপুরের পিএমশ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শিবির উপলক্ষে
আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনোজ কান্তি দেব বলেন, রোগ হওয়ার আগেই আমরা যদি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করি তাহলে আমরা অনেক জটিল রোগ থেকে রক্ষা পেতে পারি। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, হাসপাতালে গিয়ে চিকিৎসকের সাথে যোগাযোগ করে যে শারীরিক সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন আজকের এই শিবির এলাকাবাসীর উপকারে আসবে।

প্রসঙ্গত, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ, কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফুল শুক্লবৈদ্য, কমলপুর হাসপাতালের চিকিৎসক, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রী সহ বিশিষ্ট জনেরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?