আগরতলা, ৩১ জানুয়ারি : স্বাস্থ্য পরিষেবায় প্রথম সৈনিক হলেন নার্সিং স্টাফ। শুক্রবার আগরতলা শহরের কাছে আমতলী বাইপাস রোডে নর্থ ইস্ট ইন্সটিটিউট অফ নার্সিং সাইন্সের নবনির্মিত একাডেমিক এবং হোস্টেল বিল্ডিং এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মা সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
শুক্রবার রাজধানীর বাইপাস রোডে সাঁইবাবা মন্দির সংলগ্ন এলাকায় নর্থ ইস্ট ইন্সটিটিউট অফ নার্সিং সাইন্স এর নবনির্মিত একাডেমিক ভবন এবং হোস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ দীপক শর্মা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা প্রফেসর ডাঃ সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবায় সবসময় নার্সিং এর ডিমান্ড থাকবেই। পাশাপাশি প্যারামেডিকেলের চাহিদাও থাকবে। তিনি জানান, নার্সিং স্টাফদের উপরেই হাসপাতালের মান সম্মান নির্ভর করে। রোগী এবং রোগীর পরিবার পরিজনদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে নার্সদের জানা প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবায় প্রথম সৈনিকই হলেন নার্সিং স্টাফ।
মুখ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসা পরিষেবার উন্নয়নের কাজে যেন কোন ঘাটতি না থাকে সেই লক্ষ্য রেখে সরকার কাজ করছে। ইতিমধ্যেই রাজ্যের জেলা হাসপাতালগুলিতে ট্রমা সেন্টার শক্তিশালী করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়নও হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রচুর সংখ্যায় ডাক্তার পাশ করে বের হচ্ছেন।এজিএমসি থেকে ৯০ জনের মত স্পেশালিস্ট ডাক্তার বের হচ্ছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজধানীতে এমসিএইচ চালুর চিন্তা ভাবনা করা হচ্ছে।